সঠিক উত্তর হচ্ছে: মুনীর চৌধুরী
ব্যাখ্যা: শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক মুনীর চৌধুরীর জন্ম ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে।
দণ্ডকারণ্য মুনীর চৌধুরী রচিত নাটক।
- \'দণ্ড\', \'দণ্ডধর\', \'দণ্ডকারণ্য\' নামে তিনটি নাটক একত্রিত করে ১৯৬৬ সালে \'দণ্ডকারণ্য\' নামে প্রকাশিত হয়।
- \'দণ্ড\' একাঙ্ক কমেডি, ১৯৬০ সালে রচিত।
- \'দণ্ডধর\' ১৯৬৩ সালে রচিত।
- \'দণ্ডকারণ্য\' ১৯৬৫ সালে রচিত।
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন।
নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
- চিঠি (১৯৬৬)
- কবর (রচনাকাল: ১৯৫৩, প্রকাশকাল: ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
- দণ্ডকারণ্য (১৯৬৬): রূপকাশ্রয়ী নাটক।
- পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯):
- মানুষ (১৯৪৭): ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী এর মূল উপজীব্য।
- নষ্ট ছেলে (১৯৫০): রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক।
- রাজার জন্মদিন (১৯৪৬)
- চিঠি (১৯৬৬)
অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না (১৯৬৯): জর্জ বার্নার্ড শর You never can tell-এর বাংলা অনুবাদ।
- রূপার কৌটা (১৯৬৯): জন গলজ্ওয়র্দির The Silver Box-এর বাংলা অনুবাদ।
- মুখরা রমণী বশীকরণ (১৯৭০): উইলিয়াম শেক্স্পিয়ারের Taming of the Shrew-এর বাংলা অনুবাদ।
উৎস: উচ্চমাধ্যমিক সাহিত্যপাঠ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।