সঠিক উত্তর হচ্ছে: এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা: গুলিস্তা পত্রিকাটি এস ওয়াজেদ আলীর সম্পাদিত পত্রিকা। এটির প্রকাশক ও তিনি ছিলেন। ১৯৩২ সালে পত্রিকাটি প্রকাশিত হয়। তিনি লেখক হিসাবে প্রমথ চৌধুরী সবুজপত্রেরও লেখক ছিলেন। এস ওয়াজেদ আলীর বিখ্যাত লেখনির মধ্যে উল্লেখযোগ্য হলো- ভবিষ্যতের বাঙালাই, গুলদাস্তা, মোটরযোগে রাচি সফর, মাসুকের দরকবার, জীবনের গল্প ইত্যাদি। [তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা ও সাহিত্য জিজ্ঞাসা -সৌমিত্র শেখর]