সঠিক উত্তর হচ্ছে: ভ্লাদিমির পুতিন
ব্যাখ্যা: ২০২০ সালে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে প্রস্তাবিত এক সংবিধান সংশোধন অনুমোদন পায় যার ফলে আরও ১২ বছর (২০৩৬ সাল পর্যন্ত) প্রেসিডেন্ট থাকতে পারবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০০০ সালে প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের পর আর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না তিনি। ২০২০সালের জানুয়ারিতে সংবিধান পরিবর্তনের ঘোষণা দেন পুতিন। এ সংশোধনীর মাধ্যমে পুতিন আগামী ২০২৪ সালের পর আবারও আগের প্রেসিডেন্সিয়াল মেয়াদ অনুসারে নির্বাচনে অংশ নিতে পারবেন। অর্থাৎ তিনি ছয় বছর করে পরপর আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন। স্ট্যালিনের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক পুতিন। প্রায় ২০ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় থাকা পুতিন কখনও প্রেসিডেন্ট ছিলেন, কখনও বা প্রধানমন্ত্রী ছিলেন। (তথ্যসূত্র-দৈনিক পত্রিকা)