সঠিক উত্তর হচ্ছে: শস্য উৎপাদন
ব্যাখ্যা: আমাদের দেশের কৃষির প্রধান উপখাত হলো- শস্য উৎপাদন। বাংলাদেশের মানুষের প্রধান খাবার ভাত, আর তাই এই দেশের প্রায় ৮০ ভাগ কৃষি জমিতেই ধান উৎপাদন হয়। এছাড়াও গম, ভুট্টা, সহ শাকসব্জি উৎপাদন প্রচুর পরিমানে হয়। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর অর্থনীতি (২য় পত্র) বই, প্রঃ মোস্তাফিজুর রহমান।