নিচের অপশন গুলা দেখুন
- শহীদুল্লাহ কায়সার
- জহির রায়হান
- আবু ইসহাক
- আলাউদ্দিন আল আজাদ
আলাউদ্দিন আল আজাদ সাহিত্যের নানাক্ষেত্রে অবদান রেখেছেন। ‘কর্ণফুলী’ তাঁর বিখ্যাত উপন্যাস।
আদিবাসী রাঙামিলা, প্রেমিক দেওয়ানপুত্র, বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় এই উপন্যাসে বর্ণিত হয়েছে।
তাঁর অন্যান্য উপন্যাস হলো :
- তেইশ নম্বর তৈলচিত্র
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
- ক্ষুধা ও আশা
- খসড়া কাগজ
- স্বপ্নশিলা
- বিশৃঙ্খলা
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর