ব্যাখ্যা: ং, ঁ, ঃ — এই তিনটি বর্ণ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না৷ এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়৷ তাই এরা পরাশ্রয়ী বর্ণ। উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি৷
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।