সঠিক উত্তর হচ্ছে: ফা হিয়েন
ব্যাখ্যা: বাংলায় আগমনকারী প্রথম চীনা পরিব্রাজক হলেন ফা হিয়েন।
গুপ্ত শাসনামলে ৩৯৯ খ্রিস্টাব্দে তিনি ভারতের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর চীনে ফিরে যান।
ভারত ভ্রমণের শেষ পর্যায়ে তিনি সীমান্ত রাজ্য চম্পার মধ্যদিয়ে বাংলায় প্রবেশ করেন। তবে ফিা হিয়েনের বিবরণ থেকে বাংলা সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া সম্ভব হয়নি।
হিউয়েন সাঙ বাংলায় আসেন ৬৩৮ খ্রিস্টাব্দের দিকে।
ই-ৎসিঙ বাংলায় আগমন করেন ৬৭২ খ্রিস্টাব্দে।
মা হুয়ান পনের শতকের প্রথমার্ধে বাংলায় আসেন।
(সূত্র: বাংলাপিডিয়া)