সঠিক উত্তর হচ্ছে: পর্তুুগিজ
ব্যাখ্যা: রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে; এসব শব্দই বিদেশি শব্দ ৷ \'আনারস\' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত। এরূপ— আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি পর্তুগিজ শব্দ। হিন্দি শব্দ– কাহিনি, ঝাণ্ড, ঠাণ্ডা, দাদি, মাসি। উর্দু শব্দ— আব্বু, আম্মু, নাওয়া (নাহান) । [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ১ম খণ্ড]