সঠিক উত্তর হচ্ছে: দুঃ + ঘটনা = দুর্ঘটনা
ব্যাখ্যা: পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকলে এবং পরপদে বর্গের স্বরবর্ণ, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ কিংবা য,র, ল,ব,হ থাকলে অ-কারের পরস্থিত র-জাত বিসর্গের স্থানের্  হয় এবং তা পরপদের আদ্যবর্ণের সাথে যুক্ত হয়। যেমন- 
\nনিঃ + গত = নির্গত 
	\nঅহঃ + অহ = অহরহ [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩; অগ্রণী ব্যাংক লি. অফিসার: ১০] \nদুঃ + জন = দুর্জন 	
\nদুঃ + ঘটনা = দুর্ঘটনা [সহকারী উপজেলা শিক্ষা অফিসার: ০৯] 
\nনিঃ + ঝর = নির্ঝর 	
\nঅন্তঃ + ধান = অন্তর্ধান 
	\nপুনঃ + আয় = পুনরায়
\nঅন্তঃ + গত = অন্তর্গত 
	\nদু ঃ + ভাগ্য = দুর্ভাগ্য 
	\nপুনঃ + জন্ম = পুনর্জন্ম 
\nনিঃ + যাতন = নির্যাতন 	
\nনিঃ + লজ্জ = নির্লজ্জ 
	\nঅন্তঃ + হিত = অন্তর্হিত
\nঅন্তঃ + ভুক্ত = অন্তর্ভুক্ত 
	\nদুঃ + নীতি = দুর্নীতি [মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের প্রদর্শক: ১৩] 
\nদুঃ + যোগ = দুর্যোগ  [বেসরকারি শিক্ষক নিবন্ধন (প্রভাষক) : ১৭; ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল-২) : ১৬] \n─━━━━━━⊱✿⊰━━━━━━─