সঠিক উত্তর হচ্ছে: আনোয়ার পাশা
ব্যাখ্যা: নিশুতি রাতের গাথা, নীড় সন্ধানী ও রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। \'নদী নিঃশেষিত হলে\' ও \'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী\' তাঁর রচিত একটি কাব্যগ্রন্থ। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।