সঠিক উত্তর হচ্ছে: তাইপে প্রণালী
ব্যাখ্যা: তাইওয়ান প্রণালী\r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━ \r\n? দক্ষিণ চীনের ফুচিয়েন প্রদেশ এবং পূর্ব চীন সাগরে অবস্থিত তাইওয়ান দ্বীপকে পৃথককারী একটি অগভীর সমুদ্র প্রণালী ও প্রশান্ত মহাসাগরের একটি বাহু। \r\n\r\n? প্রণালীটি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দক্ষিণ চীন সাগরকে উত্তর-পূর্বে অবস্থিত পূর্ব চীন সাগরের সাথে সংযুক্ত করেছে। \r\n\r\n? প্রণালীতে একটি দ্বীপপুঞ্জ আছে যার নাম ফেংহু দ্বীপপুঞ্জ (বা পেস্কাদোরেস দ্বীপপুঞ্জ)। প্রণালীর মূল চীনা ভূখণ্ড উপকূলে শিয়ামেন, ছুয়ানচৌ এবং ফুচৌ বন্দর শহরগুলি অবস্থিত। \r\n\r\n? তাইওয়ান উপকূলে কাও-শিয়ুং বন্দরটি প্রধান। \r\n\r\n? ১৬শ শতকের শেষভাগে পর্তুগিজ অভিযাত্রীরা প্রণালীটির নাম রেখেছিলেন ফরমোসা (“সুন্দর”) প্রণালী। তবে বর্তমানে পাশ্চাত্যে ও বিশ্বের সর্বত্র এটি তাইওয়ান প্রণালী নামেই পরিচিত।\r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━