সঠিক উত্তর হচ্ছে: উপমিত কর্মধারয়
ব্যাখ্যা: যে সমাসের ব্যাসবাক্যে যে, যিনি, যেটি, তিনি, ন্যায় থাকে এবং বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হয়ে পর পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে কর্মধারয় সমাস বলে। \nআবার। কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে যদি সাধারণ গুনের উল্ল্যেখ করে তুলনা করা হয়, তবে তা উপমান এবং গুনের উল্ল্যেখ না থাকলে তা উপমিত কর্মধারয় সমাস হয়। \nএখানে, চন্দ্রমুখ= মুখ চন্দ্রের ন্যায়। এখানে কোন গুনের উল্লেখ নেই। তাই এটি উপমিত কর্মধারয় সমাস। \n\nসোর্সঃ মাধ্যমিক বাংলা ব্যাকরন