নিচের অপশন গুলা দেখুন
- মুন ও সালদা
- ফেনী ও সাঙ্গু
- সালদা ও গোমতী
- হালদা ও সাঙ্গু
হালদা ও সাঙ্গু নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে । মনু নদী ভারতের ত্রিপুরা রাজ্যের
\nপাহাড়ি এলাকা থেকে উৎপত্তিলাভ করে মৌলভীবাজার জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কুশিয়ারা
\nনদীতে পতিত হয়েছে। সালদা নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তিলাভ করে
\nকুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের
\nউত্তর -পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে কুমিল্লার কটকবাজারের কাছে বাংলাদেশে প্রবেশ করে
\nদাউদকান্দিতে মেঘনা নদীর মিলিত হয়েছে। ফেনী নদীটি ত্রিপুরা রাজ্যে অবস্থিত পর্বতশ্রেণী থেকে উৎপত্তিলাভ করে
\nবাংলাদেশের (ফেনী জেলা, খাগড়াছড়ি ও চট্রগ্রাম জেলা) ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।