সঠিক উত্তর হচ্ছে: আহমদ ছফা
ব্যাখ্যা: আহমদ ছফা রচিত উপন্যাস-- সূর্য তুমি সাথী, ওঙ্কার, একজন আলী কেনানের উত্থান পতন, মরণ বিলাস, গাভী বিত্তান্ত, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, বিহঙ্গ পুরাণ। গল্পগ্রন্থ-- নিহত নক্ষত্র। কবিতা-- জল্লাদ সময়, দুঃখের দিনে দোহা। আহমদ ছফা বাট্রান্ড রাসেল এর কবিতা বাংলায় অনুবাদ করেন। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।