সঠিক উত্তর হচ্ছে: গণনা
ব্যাখ্যা: সিকি\' গণনাবাচক শব্দ। এক, দুই, তিন, চার,.... সহস্র ইত্যাদি গণনাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ চার প্রকার। যাথা- অঙ্কবাচক সংখ্যা (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ইত্যাদি), পরিমাণ বা গণনাবাচক সংখ্যা (এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বার, ইত্যাদি), ক্রম বা পূরণবাচক সংখ্যা (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ইত্যাদি), তারিখবাচক সংখ্যা (পহেলা, দোসরা, তিসরা ইত্যাদি)।