সঠিক উত্তর হচ্ছে: 45°,135°
ব্যাখ্যা: পরীক্ষাগারে আয়তনিক বিশ্লেষণ পদ্ধতিতে প্রমাণ দ্রবণ তৈরি করতে বা যন্ত্রপাতি পরিষ্কার করতে পাতিত পানি ব্যবহার করা হয়। এই পাতিত পানি রাখার জন্য যে বোতল ব্যবহার করা হয় তাকে ওয়াশ বোতল বলে। ওয়াশ বোতল সাধারণত কাঁচ বা প্লাস্টিকের তৈরি হয়। বোতলের মুখে 45 ডিগ্রি /135 ডিগ্রি কোণে বাঁকানো একটি নল যুক্ত করা থাকে। এই নলের মধ্যে দিয়ে ওয়াশ বোতলের পাতিত পানি বের হয়ে আসে