সঠিক উত্তর হচ্ছে: লুইপা
ব্যাখ্যা: চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। তিনি প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ যেহেতু চর্যাপদ এবং এই গ্রন্থের ৫১ টি পদের প্রথম পদের রচয়িতা যেহেতু লুইপা তাই লুইপাকে চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি বলা হয়। তাঁর রচিত পদ ২টি। কিন্তু চর্যাপদের প্রাচীন কবি শবরপা। লুইপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা হলেও কবি হসেবে শবরপার আবির্ভাব লুইপার আগে। শবরপা ছিলেন লুইপার গুরু।