সঠিক উত্তর হচ্ছে: মর্লি-মিন্টো সংস্কার আইন
ব্যাখ্যা: ভারতে প্রতিনিধিত্বশীল সরকার প্রবর্তনের লক্ষ্যে ব্রিটিশ সরকার ১৯০৯ সালে ইন্ডিয়া অ্যাক্ট পাস করে যা মর্লি-মিন্টো সংস্কার আইন নামেই অধিক পরিচিত। এই আইনে প্রথম মুসলমানদের জন্যে পৃথক নির্বাচনের বিধান রাখা হয়। ১৯০৬ সালের অক্টোবরে আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টোর সাথে দেখা করে মুসলমানদের বিভিন্ন দাবী উত্থাপন করেন। সেই প্রেক্ষিতেই মর্লি-মিন্টো সংস্কার আইনে মুসলমানদের জন্যে পৃথক নির্বাচনের বিধান রাখা হয়। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)