সঠিক উত্তর হচ্ছে: ১৯৩২
ব্যাখ্যা: আলাউদ্দিন আল আজাদ (জন্ম : ৬ মে, ১৯৩২ - মৃত্যু : ৩ জুলাই, ২০০৯) বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। উপন্যাসঃ\nতেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০)\nশীতের শেষরাত বসন্তের প্রথম দিন (১৯৬২)\nকর্ণফুলী (১৯৬২)\nক্ষুধা ও আশা (১৯৬৪)\nখসড়া কাগজ (১৯৮৬)\nশ্যাম ছায়ার সংবাদ (১৯৮৬)\nজ্যোৎস্নার অজানা জীবন (১৯৮৬)\nযেখানে দাঁড়িয়ে আছি (১৯৮৬)\nস্বাগতম ভালোবাসা (১৯৯০)\nঅপর যোদ্ধারা (১৯৯২)\nপুরানা পল্টন (১৯৯২)\nঅন্তরীক্ষে বৃক্ষরাজি (১৯৯২)\nপ্রিয় প্রিন্স (১৯৯৫)\nক্যাম্পাস (১৯৯৪)\nঅনূদিত অন্ধকার (১৯৯১)\nস্বপ্নশীলা (১৯৯২)\nকালো জ্যোৎস্নায় চন্দ্রমল্লিকা (১৯৯৬)\nবিশৃঙ্খলা (১৯৯৭)