সঠিক উত্তর হচ্ছে: 128
ব্যাখ্যা: টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর থাকে ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে, যা IP (Internet Protocol) অ্যাড্রেস নামে পরিচিত। বহু প্রচলিত দুটি IP অ্যাড্রেস হলো \nIP-V4 ও IP-V6.এখানে IP-V4 এর বিট সংখ্যা 32 এবং IP-V6 এর বিট সংখ্যা 128.\n