সঠিক উত্তর হচ্ছে: অয়ন বায়ু
ব্যাখ্যা: কর্কটীয় ও মকরীয় উচ্চ চাপ বলয় দুটি (২৫ডিগ্রি থেকে ৩৫ডিগ্রি, উত্তর ও দক্ষিণ অক্ষাংশ) থেকে সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্ন চাপ বলয়ের (০ডিগ্রি থেকে ১০ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ) দিকে প্রবাহিত হচ্ছে। এ বায়ুকে অয়ন বা বাণিজ্য বায়ু বলা হয়।