সঠিক উত্তর হচ্ছে: ১৯১৫ সালে
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে \'নাইট\' উপাধি লাভ করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৯ সালে তিনি নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যান পত্রে তিনি লর্ড চেমসফোর্ডকে লিখেছিলেন- \'আমার এই প্রতিবাদ আমার আতঙ্কিত দেশবাসীর মৌনযন্ত্রণার অভিব্যক্তি।\' উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।