ব্যাখ্যা: কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়৷ যেমন - আগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা। দুধে - ভাতে = দ্বন্দ্ব সমাস। বিপদাপন্ন এবং ছাত্রাবাস হলো তৎপুরুষ সমাস৷ উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম - দশম শ্রেণি
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।