নিচের অপশন গুলা দেখুন
- ভুট্টা
- সরিষা
- বেগুন
- টমেটো
শুকতারা ও নয়নতারা উভয়ই বেগুনের জাত। শুকতারা হল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) উদ্ভাবিত একটি হাইব্রিড জাত। সুফলা ও উত্তরা জাতের মধ্যে সংকরায়নের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। শ্রাবণ-ভাদ্র মাস চারা রোপণের উপযুক্ত সময়। ফল বেগুনী, গড়ে ১৯ সেমি. লম্বা ও বেড় ৪ সেমি.।
নয়নতারা হল বিএআরআই উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল, শীতকালীন বেগুনের জাত। দেখতে চোখের মণির মতো উজ্জ্বল কালো এবং আকারে গোল বলে বলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) বিজ্ঞানীরা বেগুনের নাম দিয়েছেন 'নয়নতারা'।
সুতরাং, উত্তর হল বেগুন।