সঠিক উত্তর হচ্ছে: উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা:
গৃহস্থ = গৃহে থাকে যে।
এটি একটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ।
গুরুত্বপূর্ণ কিছু উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণঃ
ইন্দ্রজিৎ = ইন্দ্রকে জয় করেছে যে।
ক্ষীণজীবী = ক্ষীণকাল বাঁচে যে।
জাদুকর = জাদু করে যে।
পঙ্কজ = পঙ্কে জন্মে যা।
ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।