সঠিক উত্তর হচ্ছে: ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তরWashington dc.\nআন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান।বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ।এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর।প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]