মূলতঃ নাম্বার-কী বা নিউমেরিক কীসমূহ। স্ট্যান্ডার্ড কীবোর্ড গুলোয় সর্বডানে নাম্বার টাইপ করার জন্য আলাদা করে একগুচ্ছ নিউমেরিক কী এবং সাথে আরো কিছু বিশেষ কী দেয়া থাকে, যাদেরকে একত্রে নাম্বার প্যাড বা নামপ্যাড বা ten key বলা হয়। এগুলো দিয়ে অনেক দ্রুত সংখ্যা টাইপ করা যেতে পারে। তবে এছাড়াও সাধারণ অক্ষরগুলোর উপরে এবং ফাংশন কীগুলোর নিচেও আলাদাভাবে নাম্বারগুলো দেওয়া থাকে।