সঠিক উত্তর হচ্ছে: Carbon copy
ব্যাখ্যা: জেনে রাখুন
\nCc \nCc অর্থ Carbon copy. যাদেরকে ই-মেইল পাঠানো হয় তাদের ঠিকানা এই ঘরে টাইপ করতে হয়। এই ঘরে ঠিকানা টাইপ করার অর্থ যাদের কাছে মেইলটা যায় তাদের সকলের ই-মেইল এড্রেস যে কোন ব্যবহারকারী (যাদের নিকট পাঠানো হয়েছে তারা) জানতে পারবে।
\nBcc \nBcc এর পূর্ণরূপ হলো Blind Carbon copy. এই ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদেরকে প্রেরক ই-মেইল কপি পাঠাতে চায় কিন্তু প্রাপকদের জানাতে চায় না কাকে এর কপি পাঠানো হয়েছে।
\nAttachment \nএকটি আলাদা ফাইল ই-মেইলের সাথে সংযুক্ত করে পাঠানো হলে তাকে বলা হয় অ্যাটাচমেন্ট।\n