সঠিক উত্তর হচ্ছে: পুন্ড্র
ব্যাখ্যা: পুণ্ড্র নামে জনপদটি গড়ে তুলেছিল পুণ্ড্র জাতি। সীমানা : রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া (শর্টকাট- রংরাদিব) নিয়ে পুন্ড্র জনপদটি সৃষ্টি হয়েছিল। পুণ্ড্র জনপদের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রনগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খোদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি। বৈদিক সাহিত্যে ও মহাভারতেও পুণ্ড্রজাতির উল্লেখ পাওয়া যায়। সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীন সত্ত্বা হারায়।