সঠিক উত্তর হচ্ছে: করণে সপ্তমী
ব্যাখ্যা: যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে। ক্রিয়াকে ‘কী দিয়ে/ কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।\nটাকায় সবই হয় এর অর্থ হলো টাকার দ্বারা সবই হয়। তাই টাকা এখানে করণ কারক। টাকা এখানে উপকরণ।