সঠিক উত্তর হচ্ছে: ক্লিনটন বি সিলি
ব্যাখ্যা:
\n\n
ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ\r\n\r\nলিখেছেন ক্লিনটন বি সিলি। আর গ্রন্থটির নাম হলো \'অ্যা পোয়েট অ্যাপার্ট\'। উল্লেখ্য, ক্লিনটন বি সিলি হলেন একজন আমেরিকান একাডেমিক অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত।