ব্যাখ্যা: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমনঃ অধরপল্লব = অধর পল্লবের ন্যায়। চরণকমল = চরণ কমলের ন্যায়। পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায় ইত্যাদি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।