সঠিক উত্তর হচ্ছে: ৭ অক্টোবর, ১৯৫৮
ব্যাখ্যা: পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা ১৯৫৮ সালের ৭ অক্টোবর এক ঘোষণা বলে দেশে সামরিক শাসন জারি করেন। তিনি দেশে গণতন্ত্র, আইন পরিষদ, কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভা বাতিল করে দেন। তিনি রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেন এবং প্রধান সেনাপতি জেনারেল মুহম্মদ আইয়ুব খানকে প্রধান সামরিক কর্মকর্তা নিয়োগ করা হয়। জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে ২৭ অক্টোবর ১৯৫৮ নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন। একই কথা তিনি প্রধান সেনাপতি ও প্রধান সামরিক আইন প্রশাসকের ক্ষমতায়ও বহাল থাকেন।\n\n[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া]