সঠিক উত্তর হচ্ছে: গতকাল তিনি এসেছেন
ব্যাখ্যা: যে পদে ক্রিয়া সংঘটের কাল নির্দেশ করে, তাকে কালবাচক ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ বলে। এ বিশেষণ কখনও বিভক্তিহীন বা শূন্যবিভক্তি যুক্ত হয় অথবা এ/য়/তে বিভক্তি গ্রহন করে। যেমনঃ গতকাল তিনি এসেছেন। সেদিন তোমাকে পাই নি