সঠিক উত্তর হচ্ছে: ৬ ঘণ্টা
ব্যাখ্যা: ∎ গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের বাংলাদেশের অবস্থান ৯০° দ্রাঘিমা রেখায় এবং গ্রিনিচের অবস্থান ০° দ্রাঘিমায় হওয়ায় উভয়ের \nমধ্যে ৯০° অর্থাৎ(৪×৯০) ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা সময়ের ব্যবধান রয়েছে।তাই গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ছয় ঘন্টা।