সঠিক উত্তর হচ্ছে: উর্মিমালা
ব্যাখ্যা: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প হলো প্রাগৈতিহাসিক, অতসী মামা ও অন্যান্য গল্প, সরীসৃপ, বকুলপুরের যাত্রী, সমুদ্রের স্বাদ, ফেরীওয়ালা, ভেজাল ইত্যাদি। অন্যদিকে উর্মিমালা হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত ছোট গল্প। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)