সঠিক উত্তর হচ্ছে: ১ বলতে যে সময় লাগে
ব্যাখ্যা: যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়।
\nযতিচিহ্নের নাম ---- আকৃতি ------ বিরতি কাল
\nকমা বা পাদচ্ছেদ --- , ----১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
\nসেমিকোলন ---- ; ---- ১ বলার দ্বিগুণ সময়।
\nদাঁড়ি বা পূর্ণচ্ছেদ ---- । ---- এক সেকেন্ড।