সঠিক উত্তর হচ্ছে: মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
ব্যাখ্যা: ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ নিয়ে মেজর জেনারেল সুখওয়ান্ত সিং \'দ্যা লিবারেশন অব বাংলাদেশ\' রচনা করেন। স্বাধীনতা যুদ্ধের অনবদ্য দলিল হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।