আয়তন অনুযায়ী অস্ট্রেলিয়া মহাদেশ ক্ষুদ্রতম, যা এই মহাদেশের সর্ববৃহৎ দেশ অস্ট্রেলিয়ার নামানুসারে রাখা হয়েছে। তবে অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরের মধ্য ও দক্ষিণভাগের বিভিন্ন দ্বীপরাষ্ট্র নিয়ে গঠিত মহাদেশকে পূর্বে ওশেনিয়া বলা হত, যেটি ছিল সাবেক ক্ষুদ্রতম মহাদেশ। আর জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে এন্টার্কটিকা। তবে জিল্যান্ডিয়া নামে একটি অষ্টম মহাদেশ এর কথা ইদানীং শুনতে পাওয়া যায়, যার অধিকাংশই পানির নিচে বিদ্যমান। একে প্রকৃতই মহাদেশ রূপে স্বীকৃতি দেয়া হলে আয়তন অনুযায়ী এটিই হবে ক্ষুদ্রতম মহাদেশ।