ফিতাকৃমি এক ধরনের পরজীবী প্রাণী। এটি সাধারণত মানুষসহ বিভিন্ন প্রাণীর পেটে বসবাস করে। এটি বিভিন্ন প্রজাতির হয়। এর মধ্যে সবচেয়ে প্রচলিত ফিতাকৃমি হচ্ছে টাইনিয়া সলিয়াম বা পর্ক টেপওয়ার্ম। এটি মানুষের পেটের ভেতর থেকেই ডিম পাড়ে। এ ডিম মলের মাধ্যমে বাইরে বেরিয়ে ছড়ায়