ইসলামের পঞ্চম ভিত্তি হলো ' হজ্জ '। এর আভিধানিক অর্থ _ সংকল্প করা, ইচ্ছা করা, পর্যবেক্ষণ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন ও হাদীসের নিয়ম অনুযায়ী জিলহজ্জ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ্জ বলে।