দীর্ঘক্ষণ মোবাইল টিপলে মোবাইলের চার্জ নষ্ট হওয়া ব্যতিত অন্য সমস্যা হবার সম্ভাবনা কম। তবে ব্যক্তির অনেক সমস্যা হতে পারে। যেমনঃ
দিন দিন অবসন্নতার সৃষ্টি হবে। হতাশা বৃদ্ধি পেতে পারে। চোখের দৃষ্টির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। দূর দৃষ্টি কমে যাবে। চোখে ঝাপসা দেখা সমস্যা হতে পারে। মাথা ব্যাথাসহ বাইরে আলোতে বেড়াতে অস্বস্তি বৃদ্ধি পাবে।
এছাড়া পরোক্ষ হিসাবে, শরীরে শক্তি কমে যাবে, মেধা নষ্ট হতে পারে। অন্য কাজে মন বসবেনা। এধরনের সমস্যা মোবাইলের অতি ব্যনহারের জন্য হয়ে থাকে।