১। নামাযে অশুদ্ধ পড়া। ২। দেখে দেখে কুরআন শরীফ তিলাওয়াত করা। ৩। পানাহার করা। ৪। সালাম দেওয়া। ৫। সালামের উত্তর দেওয়া। ৬। কোন শব্দ করা। ৭। বিনা প্রয়োজনে কাশি দেওয়া। ৮। হাচির উত্তর দেওয়া। ৯। ইন্নালিল্লাহ পড়া। ১০। আলহামদু লিল্লাহ বলা। ১১। কেবলা দিক হতে সীনা ঘুরে যাওয়া। ১২। নাপাক স্থানে সেজদা করা। ১৩। পার্থিব জিনিস প্রার্থনা করা। ১৪। আমলে কাসীর করা। ১৫। দুগ্ধ পান ও চুম্বন করা। ১৬। নামাযের কোন ফরজ বাদ পড়া। ১৭। নামাযের কোন ওয়াজিব ছেড়ে দেওয়া। ১৮। হাঁটাহাঁটি করা । ১৯। নামাযের মধ্যে কথা বলা। ২০। অচেতন হয়ে পড়লে। ২০। ইচ্ছা পূর্বক কাশি দিলে। ২২। কোন লেখা মুখে উচ্চরণ করে পড়লে। ২৩। অট্রহাসি দিলে। ২৪। অন্যদিকে ঘুরে দাড়ালে। ২৫। দুঃখের জন্য ক্রন্দন করলে।