মুস্তাহাব গোসল অনেক। তন্মধ্যে কিছু গোসল এই-
১. শাবান মাসের পনের তারিখে দিবাগত রাত্রে (যাকে শবে বরাত বলা হয়) গোসল করা, ২. আরাফার রাত্রে গোসল কার, অর্থাৎ, জিলহজ্জ মাসের আট তারিখের দিবাগত রাত্রে গোসল করা, ৩. বৃষ্টির নামাযের জন্য গোসল করা, ৪. মক্কা মুয়াজ্জমা অথবা মদীনা মুনাওয়ারায় প্রবেশ করার জন্য গোসল করা, ৫. সূর্যগ্রহণ ও চন্দ্রগহণের নামাযের জন্য গোসল করা, ৬. মৃত ব্যক্তিকে গোসল দেয়ার পর গোসলদাতার গোসল করা, ৭. কাফের ইসলাম ধর্ম গ্রহল করার পর গোসল করা।