বীর্যে শুক্রাণু উৎপাদনকারী ঔষধঃ-
বীর্যে শুক্রাণু উৎপাদনকারী অনেক ঔষধই রয়েছে, যে চিকিৎসাই গ্রহণ করা হবে, সে ব্যাপারে হাকীমদের স্মরণাপন্ন হতে হবে। নিম্নে দু'টি ঔষধের ফর্মুলা উল্লেখ করা হলো-
ঔষধের ফর্মূলা একঃ-
দেশীয় ডিম - ২০টি
মিছরী - ৪ তোলা
কস্তুরী - পরিমাণ মত
জয়ফল - ৪ মাশা
জয়ত্রী - ৪ মাশা
জাফরান - ১ মাশা
২০টি দেশীয় ডিমের হলুদ অংশ, চার তোলা মিছরী, কস্তুরি পরিমাণমত, জায়ফল ও জয়ত্রী চার মাশা, এক মাশা জাফরান। সবগুলো একসাথ করে মিশ্রণ করবে। এরপর দৈনিক সকাল বিকাল দু'বেলা দুধের সাথে মিশিয়ে সেবন করবে।
ঔষধের ফর্মূলা দুইঃ-
ভুনা করা গমের আটার ভূমি - পরিমাণ মত
গাওয়া ঘি - ২০০ গ্রাম
কেওড়া গাছের রস - পরিমাণ মত
কস্তুরী - পরিমাণমত
মিছরী - পরিমাণ মত
ছা'রাব মিছরী - ৭ তোলা
চিনি - ১ তোলা
মৃগনাভী - ১ মাশা
গাজরের রস - ২ তোলা
প্রথমে গমের আটার সাথে গাওয়া ঘি ভূনা করবে। তার পর কেওড়া গাছের রস, কস্তুরীর মধ্যে মিছরীসহ মিশাবে। অতঃপর ছা’রাব মিছরী, মৃগনাভী এগুলো গমের আটার সাথে মিশিয়ে হালুয়া বানাবে। সবশেষে এগুলো গাজরের রসের সাথে মিশিয়ে সেবন করবে।