menu search
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ | প্রশ্ন এবং উত্তর প্রদান করে আমাদের সাইট থেকে আয় করতে পারবেন | তাই দেরি না করে এখনই একাউন্ট করেন |
more_vert
মেয়েদের কোথায় কোথায় চুমু দিলে তারা বেশী আনন্দ পায়?
thumb_up_off_alt 0 পছন্দ thumb_down_off_alt 0 জনের অপছন্দ

1 উত্তর

more_vert

মহিলাদের যেসব স্থানে চুম্বন করলে তারা আনন্দপায় এবং স্বামীর পক্ষ থেকে এরূপ চুম্বন সর্বদাই কামনা করে থাকে, তা নিম্নে উল্লেখ করা হলোঃ- 

১। স্ত্রীর গাল বা গণ্ডদ্বয়। 

২। ওষ্ঠ-অধর।

৩। কপাল বা ললাট।

৪। মাথা ও চুল।

৫। চক্ষুদ্বয়।

৬। স্তনদ্বয়। 

৭। কাঁধ, ঘাড়।

৮। বুক।

৯। নিতম্বদ্বয়। 

১০। নাভী বা তলপেট।

১১। জিহ্বা।

১২। কানের লতি।

১৩। আঙ্গুলের মাথা। 

১৪ । উরু।

১৫ । তলপেট।

১৬। বগল।

১৭ পিঠ।

১৮। গলা।

১৯। কটিদেশ।

২০। স্তন্যদ্বয়ের বোটা।

২১। ভগাঙ্কুর।

২২। যৌন প্রদেশ।

২৩। ভগাঙ্কুর মুণ্ড।

২৪। ভগাঙ্কুর ঢাকা চর্ম ।

 অনেক লোকই এ বিষয়ে সতচেন না হওয়ায় তাদের স্ত্রী তাদের দ্বারা তেমন একটা আনন্দ পায় না। অনেক মহিলা বলে যে, আমার স্বামী আস্ত একটা বলদ। শুধু বিয়েই করেছে। কিচ্ছু বুঝে না। এ ব্যক্তি কেন যে পুরুষ হল, তা আমি কোনোক্রমেই বুঝি না। এর দ্বারা বুঝা যায় যে, এসব বিষয়ে মহিলা যতটুকু পারদর্শী পুরুষ ততটা পারদর্শী নয়। কিন্তু মহিলা সে লজ্জা শরমের কারণে মনের সুপ্ত কথাগুলো স্বামীকে বলতেও পারছে না আবার নিজেকে শান্তনাও দিতে পারছে না। যখন সে তার বান্ধবীদের কাছে তাদের স্বামীর আদর মহব্বত ও গোপনীয় কথাবার্তা শুনে, তখন তার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায় এবং মনে মনে ভাবে হায়! আমার স্বামী যদি এসব কিছুটা বুঝতো। তাহলে আমার জীবনটা সার্থক হতো। এমনটা যেন না হয় সেদিকে স্বামীকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। 

thumb_up_off_alt 0 পছন্দ thumb_down_off_alt 0 জনের অপছন্দ

392,501 টি প্রশ্ন

384,247 টি উত্তর

138 টি মন্তব্য

1,493 জন সদস্য

101 অ্যাক্টিভ ইউজার
0 সদস্য 101 অতিথি
আজ ভিজিট : 76542
গতকাল ভিজিট : 151585
সর্বমোট ভিজিট : 146851020
এখানে প্রকাশিত প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোনপ্রকার আইনি সমস্যা সবজানো.কম বহন করবে না৷
...