উইন্ডোজ ১০ এর কার্নেল হলো Windows NT । এটি C , C++ এবং অল্প পরিমানে Assembly Language ব্যাবহার করে লেখা হয়েছে । অপারেটিং সিস্টেম এর জন্য C , C++ , C# ব্যাবহার করা হয়েছে । একসময় বেশ পরিমানে Visual Basic ব্যাবহার করে হতো , কিন্তু সময়ের সাথে সাথে মাইক্রোসফট Visual Basic এর উপর ব্যাবহার কমিয়ে আনতে থাকে এবং C# এর ব্যাবহারের উপরে জোর দেয় । এখন উইন্ডোজ ডেভেলপমেন্ট এর জন্য Visual Basic ব্যাবহার হয়ই না বলা চলে । উইন্ডোজ সম্পর্কে এর থেকে খুব বেশী তথ্য পাওয়া যায় না , কারন এটি একটি ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম ।