বীর হনুমানের কার্যকলাপ : প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি প্রবল শিলা বৃষ্টির কারণে কলিঙ্গদেশের জনজীবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় । কবিকঙ্কন এখানে তুলনা করে বলেছেন দেবী চণ্ডীর আদেশে শিলাবৃষ্টি জেনো বীর হনুমানের শক্তি পেয়েছে ।
বীর হনুমানের শক্তি ধরে শিলাবৃষ্টি সমগ্র কলিঙ্গদেশের ভূপ্রকৃতি, নদনদী ও জনজীবন সব তচনচ করে দেয় ।