ডিকশনারি মূলত পড়ার জন্য নয়। এটি এসিসটেন্ট হিসেবে কাজ করে। আর ডিকশনারি পড়েও কোনো লাভ নেই, এটি শুধু কোনো অজানা শব্দের অর্থ ও মানে বুঝতে আপনাকে সাহায্য করবে। তবে আপনার প্রশ্নটি যদি হয় কীভাবে ওয়ার্ড খুঁজে বের করবেন তাহলে আসুন একটা এক্সাম্পল দেখি- Psychology এই শব্দটি খুঁজে বের করতে প্রথমে অনুমান করে P দিয়ে শুরু হওয়া শব্দের তালিকায় যাবেন, তারপর দেখবেন প্রথমদিকে Pa দিয়ে শুরু হওয়া শব্দগুলো আছে, তারপর Pc, Pe, Ph ইত্যাদি, কাঙ্ক্ষিত শব্দটি পেতে আপনাকে Ps সিরিয়ালে পৌঁছাতে হবে। স্মার্টফোনে খুব সহজেই টাইপ করে কাঙ্ক্ষিত শব্দ খুঁজে পেতে পারেন