সাধারণত একটি ফোন ২-৩ দিন পর পরই রিস্টার্ট দেওয়া ভালো। তবে প্রকৃতপক্ষে এটা আপনার মোবাইল এবং ব্যবহার এর উপরও নির্ভর করে। যদি মোবাইলটি যথেষ্ট পুরোনো হয়, তাহলে ঘনঘন রিস্টার্ট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। এছাড়া এমন বেশ কিছু মোবাইল আছে যেগুলোতে ঘন ঘন বাগ (সমস্যা) দেখা দেয় এবং রিস্টার্ট না করলে সেই ফোন ঠিকমতো কাজ করে না। সে ক্ষেত্রে যখনই বাগ (সমস্যা) দেখা যাবে, তখনই রিস্টার্ট দেওয়া উত্তম।